শিরোনাম
◈ ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ শুধু নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয় : উপদেষ্টা নাহিদ ◈ বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে: তারেক রহমান ◈ জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট ◈ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না পাকিস্তান ◈ মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা ◈ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দুগ্রুপের সংর্ঘষ, আহত ৪০

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর কাথরিয়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতি  পে‌তে তরুণীর অনশন

কল্যান বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা‌মের বাঁশখালীর কাথরিয়ায় স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় স্বামীর বাড়িতে অনশন করছেন আইরিন আক্তার না‌মে এক তরুণী। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে কাথ‌রিয়ায় বর মোহাম্মদ রিদুয়ান এর বাড়িতে অবস্থান নিয়েছেন সে।

জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্দীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের শামসুল হক চৌধুরী বাড়ীর শামসুল হকের মেয়ে আইরিন আক্তারের সাথে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বরইতলী এলাকার মাহফুজুর রহমানের ছেলে রিদুয়ানের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমের বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়। ২০১৯ সালের জানুয়ারিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় ভাড়া বাসায় ঘর সংসার করে আসছিল। বিয়ের এক মাস পর রিদুয়ান পুনরায় দুবাই চলে যান। গত ৭ নভেম্বর রিদুয়ান দেশে ফিরে বালুচড়ার তার স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি রিদুয়ান তার বাবাকে ফোন করে জানালে তিনি ছেলে ও পুত্রবধূকে ঘরে তুলতে অস্বীকৃতি জানান।

সোমবার দুপুরে প্রবাসী রিদুয়ানের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর তালাবদ্ধ। বাইরে ঘরের সিঁড়িতে বসে অনশন করছেন ওই তরুণী। অনশনরত তরুণী আইরিন আক্তার এ প্রতিবেদককে বলেন, “আমাকে বিয়ে করার পর ৫ বছর সংসার করেছে। এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় সেও আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করতেছে। আমার এই পৃথিবীতে ভাই-বোন কেউ নেই। মা-বাবাও অসুস্থ। বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় দেখছি না।’’ তিনি আরও বলেন, “আমি গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম। টাকাগুলো সে প্রবাসে যাওয়ার আগে নিয়ে ফেলে। কাথ‌রিয়া ইউপি সদস্য ছৈয়দ আহমদ বলেন, “রিদুয়ান আমার চাচাতো বোনের ছেলে। আমার চাচাতো বোন ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। আমরা ঝামেলা না বাড়িয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছি।”

এদিকে পলাতক থাকায় এ নিয়ে প্রবাসী মোহাম্মদ রিদুয়ানের বক্তব্য বক্তব্য পাওয়া যায়নি। তবে রিদুয়ানের মা নুর বেগম বলেন, “এভাবে সব ছেলেরাই মেয়েদের সাথে একটু-আধটু সম্পর্ক করে। কিন্তু ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়নি। সে মামলা করলে করুক।”

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, “এ ধর‌নের থানায় কোনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়