শিরোনাম
◈ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন : ড. মুহাম্মদ ইউনূস ◈ ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ শুধু নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয় : উপদেষ্টা নাহিদ ◈ বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে: তারেক রহমান ◈ জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট ◈ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না পাকিস্তান ◈ মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদর্শ গ্রামে আশ্রিতদের বের করে ঘর ভেঙে নেয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সরকারের নির্মিত আদর্শ গ্রামের ঘর থেকে আশ্রিতদের বের করে দিয়ে ঘর গুলো ভেঙে নেয়ার অভিযোগ উঠেছে। পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে সরকারি অর্থায়নে নির্মিত নিলিমা আদর্শ গ্রাম থেকে ঘরগুলো খুলে নেওয়া হয়। ঘর থেকে আশ্রিতদের বের করে দিয়ে ঘরগুলো ভেঙ্গে নেয়ায় ২০টি পরিবারের মধ্যে কেউ এখন তাদের স্বজনদের বাড়িতে আশ্রিত। 

নিলিমা আদর্শ গ্রামের ঘরে আশ্রিত অসহায় ফরিদ, হান্নান ও আকলিমা অভিযোগ করেন, আমাদের আসহায়ত্বের কথা চিন্তা করে ২০১৭ সনে সরকারি অর্থায়নে নিলিমা আদর্শ গ্রামের ২০টি ঘর আমাদের ২০টি পরিবারকে বরাদ্দ দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার । সে থেকে আমরা পরিবার পরিজন নিয়ে ঘরে বসবাস করছি। 

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি দলীয় স্থানীয়  রাসেল , রাসেদ, শাহে আলম ও মমিন আমাদেরকে ঘর ভেঙে নিতে হামকি দমকি দেন। নিরুপায় হয়ে আমরা ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করলে তিনি সহকারি কমিশনার ভূমিকে দায়িত্ব দেন। সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত স্থানীয় পৌর ভূমি সহকারী কর্মকর্তা (তাহসিলদার ) সঞ্জীব কুমার দে কে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন। তদন্ত করার পর কোন ব্যবস্থা না নেয়ায় অভিযুক্তরা আরো বেপরোয়া হয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে ঘরগুলো ভেঙে নিয়ে গেছে।

রোববার সকালে থেকে প্রভাবশালীরা মিস্ত্রি দিয়ে ঘরের চালের টিন ও অনেকে ঘরের বেড়া ও অন্যান্য মালামাল খুলে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তারা। ঘরগুলোর খুলে নেওয়ায় শুন্য ভিটা পড়ে আছে। এ বিষয়ে অভিযুক্ত মমিন জানান, এজমি আমাদের রেকর্ডীয়। আমাদের জমিতে আওয়ামীলীগ সরকার ক্ষমতামলে জোড় পূর্বক এ ঘর গুলো নির্মাণ করে দখলে নিয়েছে। আমরা তাদেরকে ঘর সরিয়ে নিতে বলেছি। চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার মোহাম্মদ আবুল হাসনাত বলেন, আদর্শ গ্রামের ঘর ভাঙার বিষয়টি জানার পর আমি তহসিলদারকে পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়