শিরোনাম
◈ জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট ◈ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না পাকিস্তান ◈ মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা ◈ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দুগ্রুপের সংর্ঘষ, আহত ৪০ ◈ আওয়ামী লীগ নেতাদের পক্ষে যে কারণে শুনানি করলেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ◈ ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা ◈ রিপাবলিক বাংলার কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ আব্দুল্লার কবর জিয়ারত ও পরিবারকে শান্তনা দিলেন উপদেষ্টা হাসান আরিফ

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত  শহীদ আবদুল্লার কবর জিয়ারত ও পরিবারকে সান্তনা দিয়েছেন,অন্তবর্তীকালিন সরকারের বেসামরিক বিমানও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। 

সোমবার দুপুরে যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামে আব্দুল্লার বাড়িতে যান উপদেষ্টা।

এসময় তিনি  সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন তাদের  হত্যাকারীদের বিরুদ্ধে  আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। আজকে আসামীদের আদালতে তোলা হয়েছে।  শুধু  ছাত্র,জনতা  হত্যা নয়, গত ১৬ বছরে আ,লীগ সরকারের শাষনামলে যেসব হত্যার ঘটনা ঘটেছে তার সব বিচার করা হবে। 

দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে  নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলছে। এদিকে আবাদুল্লার স্মৃতি ধরে রাখতে বেনাপোল পৌর গেটকে শহীদ আব্দুল্লা পৌর গেট করার দাবি  উপদেষ্টার কাছে তুলে ধরেন স্থানীয়রা। 

এর আগে  গত ১৪ নভেম্বর উপদেষ্টা সখাওয়াত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়ি গিয়েছিলেন নৌ-পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক আজাহারুল ইসলাম , নাভরন সার্কেল পুলিশের এএসপি নিসাত আল নাহিয়ান,বেনাপোল পোর্টথানা ওসি রাসেল মিয়া, বেনাপোল পৌর বিএনপির সেক্রেটারি আবু তাহের ভারত,জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও যশোর জেলা আমির আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বেনাপোল শাখার উপদেষ্টা আব্দুল মান্নান মাস্টার,শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব  ইমদাদ হোসেন, বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর আহবায়ক শহিদ আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবিন্দ। 

নাভরন সার্কেল পুলিশের এএসপি নিসাত আল নাহিয়ান ব্যক্তিগত ভাবে এসময় আব্দুল্লার পরিবারকে অর্থ সহয়তা করেন।

আব্দুল্লাহ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছেলে। মা মাবিয়া বেগম। তারা তিন ভাই ও এক বোন। আব্দুল্লাহ ছিল সবার ছোট। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবদুল্লাহ। গত ৫ আগস্ট রাজধানীর তাঁতিবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে।

দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকার পর প্রথমে তাকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে বের করা হয় গুলি। এরপর তাকে বেনাপোলে নিয়ে যান স্বজনরা। বাড়িতে তার অবস্থার অবনতি হলে তাকে ১১ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অবস্থার উন্নতি না হওয়ায় ২২ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর সে মৃত্যুর কাছে হার মানে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়