নাটোর ছয় বছর আগে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া জানান।
দণ্ডিত হযরত আলী (৪২) নাটোর সদরের বাগরুম এলাকার হাবিবুর রহমানের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ৮ জুলাই বিকালে ওই শিক্ষার্থী হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যান। পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে মেয়েটিকে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ির একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন হযরত আলী।
এ কথা কাউকে জানালে পরীক্ষায় ফেল করানো ও প্রাণনাশের হুমকিও দেন তিনি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে ঘটনাটি বাড়ির লোকজনকে জানায়।
পরে মেয়েটির বাবা বাদি হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করলে হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযেগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া জানিয়েছেন। বিডিনিউজ২৪
আপনার মতামত লিখুন :