শিরোনাম
◈ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন : ড. মুহাম্মদ ইউনূস ◈ ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ শুধু নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয় : উপদেষ্টা নাহিদ ◈ বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে: তারেক রহমান ◈ জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট ◈ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না পাকিস্তান ◈ মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্রীকে প্রশ্ন দেখানোর কথা বলে ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড

নাটোর ছয় বছর আগে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া জানান।

দণ্ডিত হযরত আলী (৪২) নাটোর সদরের বাগরুম এলাকার হাবিবুর রহমানের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ৮ জুলাই বিকালে ওই শিক্ষার্থী হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যান। পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে মেয়েটিকে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ির একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন হযরত আলী।

এ কথা কাউকে জানালে পরীক্ষায় ফেল করানো ও প্রাণনাশের হুমকিও দেন তিনি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে ঘটনাটি বাড়ির লোকজনকে জানায়।

পরে মেয়েটির বাবা বাদি হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করলে হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযেগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া জানিয়েছেন। বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়