শিরোনাম
◈ জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট ◈ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না পাকিস্তান ◈ মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা ◈ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দুগ্রুপের সংর্ঘষ, আহত ৪০ ◈ আওয়ামী লীগ নেতাদের পক্ষে যে কারণে শুনানি করলেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ◈ ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা ◈ রিপাবলিক বাংলার কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন শনাক্ত আরও ৩০ জন

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট ১২ জনের মৃত্যু হল। এছাড়া চট্টগ্রামে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৩০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৬৭৪ জন।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, শনিবার (১৬ নভেম্বর) ভোরে আবু আহমেদ নামে ৫৮ বছর বয়সী এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলায়। গত ১৫ নভেম্বর তিনি চমেকে ভর্তি হন এবং গত ১৬ নভেম্বর তিনি মারা যান। আবু আহমেদের মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৯, পুরুষ ১৪ এবং শিশু ৪ জন। চলতি নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মারা গেছেন ১২ জন। এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। অক্টোবরে মারা গেছেন ৯ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২ জন, মার্চ, জুলাই ও আগস্টে একজন করে মারা যান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়