শিরোনাম
◈ স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার ◈ ৪৬তম বিসিএস কেন বাতিল হবে না, জানতে চান হাইকোর্ট ◈ হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তার সরকারের মন্ত্রীরা ◈ নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী : পরিবেশ উপদেষ্টা ◈ ট্রেনে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢিল, শিশুসহ অনেকে আহত ◈ মণিপুরে পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু, বিজেপি-কংগ্রেস পার্টি অফিসে আগুন ◈ ১১টি ব্যাংক মিলে ইসলামী ব্যাংকের সমান হবে না : গভর্নর ◈ ইউনূসের ভাষণে নেই নির্বাচন নিয়ে ইঙ্গিত; আশাহত বিএনপি (ভিডিও) ◈ বাজার নিয়ন্ত্রনে শুরু হলো ভারত থেকে চাল আমদানি ◈ গাজীপুরে পোশাকশ্রমিক-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন শনাক্ত আরও ৩০ জন

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট ১২ জনের মৃত্যু হল। এছাড়া চট্টগ্রামে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৩০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৬৭৪ জন।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, শনিবার (১৬ নভেম্বর) ভোরে আবু আহমেদ নামে ৫৮ বছর বয়সী এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলায়। গত ১৫ নভেম্বর তিনি চমেকে ভর্তি হন এবং গত ১৬ নভেম্বর তিনি মারা যান। আবু আহমেদের মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৯, পুরুষ ১৪ এবং শিশু ৪ জন। চলতি নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মারা গেছেন ১২ জন। এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। অক্টোবরে মারা গেছেন ৯ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২ জন, মার্চ, জুলাই ও আগস্টে একজন করে মারা যান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়