শিরোনাম
◈ মণিপুরে পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু, বিজেপি-কংগ্রেস পার্টি অফিসে আগুন ◈ ১১টি ব্যাংক মিলে ইসলামী ব্যাংকের সমান হবে না : গভর্নর ◈ ইউনূসের ভাষণে নেই নির্বাচন নিয়ে ইঙ্গিত; আশাহত বিএনপি (ভিডিও) ◈ বাজার নিয়ন্ত্রনে শুরু হলো ভারত থেকে চাল আমদানি ◈ গাজীপুরে পোশাকশ্রমিক-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন ◈ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ নিঝুম মজুমদারকে হারপিক দেখানো নিয়ে যা জানালেন সাইয়েদ আব্দুল্লাহ(ভিডিও) ◈ আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে : আল-জাজিরাকে প্রধান উপদেষ্টা ◈ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা, আসামের একটি হোটেলে অবস্থানের গুঞ্জন কাদেরের! ◈ নভেম্বরেই চালু হচ্ছে বহুল আলোচিত বেড়াডোমা ব্রীজ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা 

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা) থেকে : পাবনার ঈশ্বরদীতে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, ২০২৩ সালের ১৭ জুন এমপি মোড়ে ছাত্রলীগকর্মী তাফসির আহম্মেদ মনার হত্যার ঘটনায় মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। মামলার পর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।

নিহতের বাবা ইউনুস আলী বলেন, "আজ সোমবার সেই মামলার হাজিরার দিন ছিল। সকালে মানিক আমার কাছ থেকে আদালতে যাওয়ার জন্য টাকা চেয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরপরই ৮-১০ জন সন্ত্রাসী তাকে প্রথমে গুলি করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । ”

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরোনো শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়