শিরোনাম
◈ আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে : আল-জাজিরাকে প্রধান উপদেষ্টা ◈ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা, আসামের একটি হোটেলে অবস্থানের গুঞ্জন কাদেরের! ◈ নভেম্বরেই চালু হচ্ছে বহুল আলোচিত বেড়াডোমা ব্রীজ ◈ অস্ট্রেলিয়ান গিলেস্পি বাদ হয়ে যাচ্ছেন, পাকিস্তানের নতুন কোচ  আকিভ জাবেদ ◈ আয়ারল্যান্ডকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ◈ নেশন্স লিগে ইতালিকে হারিয়ে গ্রুপসেরা ফ্রান্স ◈ প্রস্তুতি ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতেই চাপে বাংলাদেশ ◈ মাধ্যমিক বিদ্যালয়ে যতদিন ছুটি থাকতে পারে ২০২৫ সালে ◈ স্কুলে লটারিতে ভর্তি নিয়ে বিতর্ক, ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া ◈ পাকিস্তান থেকে কী পণ্য আমদানি করে বাংলাদেশ আর কী রপ্তানি করে?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১২:৩২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাগল চুরি করে পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, তারপর যা ঘটল..

জামালপুরে মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে হাতেনাতে ধরা খেল আলমগীর (৩৫) নামে এক যুবক। ছাগলটি লুঙ্গির নিচে রেখে সে অটোরিকশা করে যাচ্ছিল।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে জামালপুরে উপজেলার মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। আলমগীরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে হঠাৎ করে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এটির ধাক্কা লাগে।

গোয়েন্দা পুলিশের সদস্যরা নেমে অটোরিকশার কাছে গেলে তারা আলমগীর নামে এক ব্যক্তির লুঙ্গির নিচে ছাগল দেখতে পায়। এ খবরে সেখানে জড়ো হয় আশপাশের লোকজন। পরে পুলিশ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করেছেন বলে স্বীকার করেন আলমগীর।

তিনি জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকার মো. আমানউল্লাহর ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ছাগল নিয়ে পালানোর সময় আলমগীরকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়