জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজার-টেকনাফে মেরিন ড্রাইভে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালের দিকে টেকনাফ উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া অন্তর্গত মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক মারা যায়। সে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন। মৃত আব্দুর রহমান হচ্ছে- উখিয়া উপজেলা মরিচ্যা এলাকার আব্দুল গফুরের পুত্র।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক। তিনি জানান, ১৭ নভেম্বর রোববার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি মোটরসাইকেল ও মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে উক্ত যুবক নিহত হয়েছেন। তিনি টেকনাফ নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের দায়িত্ব পালন করতেন।
দুর্ঘটনা খবরটি শুনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সংঘটিত ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :