শিরোনাম
◈ আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ◈ সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা ◈ টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে ◈ শেখ হাসিনার সঙ্গে ‘ফোনালাপ করা’ সেই যুবলীগ নেতা গ্রেপ্তার ◈ ধর্মীয় সহিংসতার ছোট ঘটনা নিয়ে সম্পূর্ণ অতিরঞ্জিত প্রচার-প্রচারণা চালানো হয়েছে : ড. ইউনূস ◈ শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি, যে কারনে চলে গেলেন পরীমণি ◈ শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইব: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ নির্বাচনের আগে শর্ত দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের একটি দিনও বেশি থাকতে চাই না :মৎস্য উপদেষ্টা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমরা নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না। একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায় এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়- সেই চেষ্টাই করছি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণ নেই, প্রয়োজনীয় সময়টুকুই নেওয়া হবে। এ সময়টুকুকে কেউ যদি বিলম্ব মনে করেন, সেটা অন্য বিষয়। আমরা (অন্তর্বর্তী সরকার) সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের একটি দিনও বেশি থাকতে চাই না। 

আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত আন্তস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না। একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায় এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়- সেই চেষ্টাই আমরা করছি।

এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও এআইইউবির অধ্যাপক তৌফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল দেওয়া হয়। এতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়