শিরোনাম
◈ উর্দু নয়, পাকিস্তানে সবচেয়ে বেশি কথা হয় যে ভাষায় ◈ কুয়াশায় বিঘ্ন হলে শাহজালালের ফ্লাইট নামবে চট্টগ্রাম ও সিলেটে ◈ সৌদি আরবে গত এক সপ্তাহে যে কারনে ২১ হাজার অভিবাসী গ্রেফতার ◈ কমছে সরকারি চাকরিতে আবেদন ফি ◈ শেখ হাসিনার জন্য এত মায়া হলে আরেকটি তাজমহল নির্মাণ করুন: ভারতকে রিজভী  (ভিডিও) ◈ আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ◈ সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা ◈ টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে ◈ শেখ হাসিনার সঙ্গে ‘ফোনালাপ করা’ সেই যুবলীগ নেতা গ্রেপ্তার ◈ ধর্মীয় সহিংসতার ছোট ঘটনা নিয়ে সম্পূর্ণ অতিরঞ্জিত প্রচার-প্রচারণা চালানো হয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নেশার ১৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫পিচ এ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৬ (নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউপির বিষ্ণপুর গ্রামের ফেরদৌস প্রামানিকের ছেলে মাহবুব আলম (২৪) ও একই উপজেলার সাঁতাহার গ্রামের জবেদের ছেলে বারেক বাবু ওরফে টেলিন তেড়িং (৪৯)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক দুইটি মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় আদমদীঘির নশরৎপুর ও সান্তাহার রেল স্টেশন এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ির পুলিশ সদস্যরা পৃথক পৃথক অভিযান চালান। অভিযানে মুরইল শাঁওইলগামী পাকা রাস্তার উপর থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুব আলমকে ও সান্তাহার পৌরসভাস্থ রেল স্টেশন সংলগ্ন জনৈক হাবিলের চায়ের দোকানের পাশে রাস্তার উপর থেকে ৪৫ পিচ এ্যাম্পুল ইনজেকশনসহ বারেক বাবু ওরফে টেলিন তেড়িংকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়