শিরোনাম
◈ নির্বাচনের আগে শর্ত দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫ ◈ নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন : প্রধান উপদেষ্টা  ◈ বিদেশে পাচার হওয়া ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য সহায়তা দেবে ◈ অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই : প্রধান উপদেষ্টা ◈ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফারুকীর সাক্ষাৎ ◈ অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের একটি দিনও বেশি থাকতে চাই না :মৎস্য উপদেষ্টা ◈ লস অ্যাঞ্জেলেস থেকে সরে নিউইয়র্কে যেতে পারে অলিম্পিক ক্রিকেট ◈ ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা ◈ রাতে প্রস্তুতি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ী ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন 

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন ও তার সহযোগী ১ নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন এর পদত্যাগ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের পরিষদের সামনে সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি মোকসেদ আলী এর সভাপতিত্বে মানববন্ধনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আজাহার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সবুজ আলম, শ্রমিকদলের সভাপতি মোকলেসার রহমান, এলাকার গণ্যমান্য ব্যাক্তি- মহসিন আলী, নেয়াজ উদ্দিন, কাজী শাহজাহান আলী, আহসান মাষ্টার, ওদুদ মাষ্টার, ছাত্র প্রতিনিধি- আল ইমরান, শাহরিয়ার আহম্মেদ, সাকিব, আরিফ হোসেন, সোহেল রানা, রায়হান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা অনতিবিলম্বে ফ্যাসিস্ট ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন ও তার সহযোগী ১ নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন এর পদত্যাগ দাবি করে বলেন, অন্যথায় কঠিন কর্মসূচী দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়