শিরোনাম
◈ ‘পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে কনটেইনার ভর্তি পণ্য আসে চট্টগ্রাম বন্দরে , বিষয়টি নিয়ে সমালোচনার কিছু নেই’ ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা(ভিডিও) ◈ ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান ছেলে থেকে মেয়ে হলেন! ◈ বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে  জার্মানি ◈ ১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা! ◈ আপনারা অঞ্চল নিয়ে ভাববেন না, আমরা দেশ নিয়ে ভাবছি: সমাজকল্যাণ উপদেষ্টা ◈ সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই ◈ বাংলাদেশিদের নিয়ে এবার অদ্ভুত দাবি অমিত শাহর ◈ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামায়াতে ইসলামের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই : জাহিদুল ইসলাম ◈ আ.লীগসহ ২৫ দলের মতামত না চাওয়ার কারণ জানালো নির্বাচন সংস্কার কমিশন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১০:০৭ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ‘টম্ব রাইডার’ হবেন সোফি টার্নার

অভিনেত্রী সোফি টার্নার।‘গেম অফ থ্রোনস’খ্যাত এই অভিনেত্রীকে এবার দেখা যাবে অ্যামাজনের আসন্ন টিভি সিরিজ ‘টম্ব রাইডার’এ। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, এ প্রজেক্টে ফোবি ওয়ালার-ব্রিজ লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন।

সোফি টার্নার আসন্ন ‘টম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকেও অভিনয় করতে দেখা গিয়েছিল।

এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি; তবে সিনেমা আকারে নয়, আসছে সিরিজ আকারে।

প্রসঙ্গত,‘টম্ব রাইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। এ সিরিজে কনসালট্যান্ট এক্সিকিউটিভ প্রডিউসারদের মধ্যে রয়েছেন ওয়েলসস্ট্রিট প্রোডাকশন থেকে ফোবি ওয়ালার-ব্রিজ ও জেনি রবিন্স, ডিজে২ এন্টারটেইনমেন্ট থেকে ডিমিত্রি এম. জনসন ও মাইকেল শেল, স্টার পার্টি থেকে থাকছেন অ্যামান্ডা গ্রিনব্ল্যাট ও রায়ান অ্যান্ডোলিনা।

উল্লেখ্য, টার্নার ‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান। সেই সিরিজে তিনি পুরো আটটি মৌসুমে অভিনয় করেছেন। ২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তিনি ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-ম্যান: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়