মিজান লিটন : চাকুরি জাতীয়করণের দাবিতে, সারাদেশের ন্যায় চাঁদপুরে ও বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশনের কলম বিরতি চলছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা সাবরেজিস্টার অফিসে গিয়ে দেখা যায় অফিসে কর্মরত ৪৫ জন নকল নবীশ সদর অফিসের কেহই নেই। জানাজায়, শুধু এই অফিসেই নয় চাঁদপুর জেলাসহ সারা দেশে একই অবস্থা। এতে করে দলিলের নকল নিতে আসা ব্যক্তিরা প্রতি নিয়ত বিড়ম্বনায় পড়েছেন।
প্রতি সপ্তাহে দুই দিন,বুধ ও বৃহস্পতিবার এই অফিসে নতুন দলিল রেজিস্ট্রি করা হয়। এই দলিলগুলো পরবর্তীতে নকলের জন্য নকল নবিসদের প্রয়োজন। তাদের মাধ্যমেই এই দলিলের নকল সংগ্রহ করা হয়। কিন্তু বর্তমানে তারা কর্ম বিরতি থাকায় সাধারণ জনগণের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এর প্রতিকার কবে হবে কেউই বলতে পারেনা। কারণ নকল নবিশদের দাবি তাদের চাকুরি জাতীয়করণের যেই আন্দোলনে তারা নেমেছে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মস্থলে ফিরবেন না। এবিষয়ে নকল নবীশ অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ইসমাইল মাহমুদ সাগর জানান,আমাদের চাকরি জাতীয়করণের দাবিতে সারা বাংলাদেশেই আমরা নকল নবিসগন ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই আন্দোলনে শরিক হয়েছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সারাদেশের নকল নবীসরা একত্রিত হয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে এই আন্দোলনে আমরা শরিক হয়েছি।
সেখান থেকে আমরা বর্তমান তত্ত্বাবধায় সরকার প্রধানের কাছে আমাদের চাকুরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, বৃটিশ আমল থেকেই ভূমি অফিসগুলোতে নকল নবীশরা কাজ করে যাচ্ছেন। প্রতিটি সরকারই আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে প্রতারণা করেছেন। কিন্তু কেউ আমাদের কথা রাখেননি। এমতাবস্থায় দেশজুড়ে কর্মরত সব নকল নবীশরা একত্রিত হয়ে এই দাবি আদায়ে রাজপথে নেমেছি। আমরা আর কোনো আশ্বাস চাই না। এবার দাবি বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরব না। আমরা প্রায় ১মাসের মতো প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেশজুড়ে কলম বিরতি চালিয়ে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
আপনার মতামত লিখুন :