শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:০৩ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে কবর থেকে ৩৫ দিন পর  শিশুর মরদেহ উত্তোলন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে দাফনের ৩৫ দিন পর কবর থেকে রাফিকুল ইসলাম নামে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলার মধ্য গোবিন্দপুর সুখী গ্রামের স্থানীয় একটি কবরস্থান থেকে ওই শিশুর মরদেহটি উত্তোলন করা হয়।

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলা আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন করা হয়।

সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের সুখী গ্রাম এলাকার মৃত দ্বীন ইসলামের ২ বছর ৯ মাস বয়সী শিশুপুত্র রাফিকুল ইসলামকে দুধ আনতে পাশের বাড়িতে পাঠান তার মা। অনেক সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুজি শুরু করেন তার মা। বিষয়টি এলাকায় জানাজানি হলে সবাই শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গ্রামজুড়ে মাইকিং করা হয়। পরে তার মরদেহ পরিত্যক্ত পুকুরের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনার শিশুটির চাচা ওলীউল্লাহ আদালতের শরণাপন্ন হলে আদালত এই নির্দেশ দেন।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন আহমেদ বলেন, আদালতের নির্দেশে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়