শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:১০ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ও সন্ত্রাস নির্মূলে বরগুনা ও কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান

মাসুদ আলম : আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  বরগুনা জেলার বামনা উপজেলার কালিকাবাড়ি স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত অভিযানে মাদক সম্রাজ্ঞী মোছাঃ সালমা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭৯০ পিস ইয়াবা ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়। এছাড়াও বরগুনা জেলার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট মোঃ মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকনকে আটক করা হয়। এ সময় তার নিজ বাড়ি হতে ৪৭০ পিস ইয়াবা, ২টি মোবাইল সেট এবং নগদ ৫৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বামনা থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। 

একই দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউল করিম রাজুকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ২০৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। উভয় অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের যথাক্রমে বামনা ও কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ʻইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়