শিরোনাম
◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির ◈ মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কী ছিল, যা বললেন আমির (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

জাকারিয়া জাহিদ,,কলাপপাড়া পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। গতকাল মধ্যরাতে উপজেলার পূর্ব মধুখালী গ্রামের কৃষক চান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপ উদ্ধারের সময় এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য  ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, কালোর মধ্যে হলুদ ডোরা এ সাপটি ওই কৃষকের জালে আটকা পড়ে। এসময় স্থানীয়রা আতংকিত হয়ে সাপটি মারার চেষ্টা করে। তাৎক্ষনিক খবর পেয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
 
কৃষক চান মিয়া জানান, আমার বাড়িতে জাল দিয়ে রেখেছিলাম, যাতে কোন বিষাক্ত কিছু প্রবেশ করতে না পারে। রাতে ওই জালে সাপ আটকা পরে। আমরা স্থানীয়রা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু বন্যপ্রানী নিয়ে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করে এবং উপকারী সাপ মারা যাবেনা বলে জানায়।
 
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আদনান রাকিব বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকিস্বরুপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবার করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়