শিরোনাম
◈ বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইতালি, ইসরায়েলে হোঁচট খেলো ফ্রান্স ◈ বিশ্বকাপ বাছাই, ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গে ড্র করলো ব্রাজিল ◈ বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা হেরে গেলো প্যাগুয়ের কাছে ◈ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা মোহাম্মদ আশরাফুলের ◈ মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে লিভারপুলের হয়ে  সব শিরোপা জিততে চান  ◈ ফুটবলে ভিএআরের জায়গায় আসছে এফভিএস ◈ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ বাণিজ্য শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত ◈ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা ◈ ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি–জামায়াতের ৬ নেতা-কর্মী আহত ◈ কাকরাইল মসজিদে সকাল থেকে নিরাপত্তা জোরদার, অবস্থান নিলেন সাদপন্থীরা(ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক-১ 

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে পুকুর থেকে সাফওয়ান নামের ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে সোহান (১৫) নামে এক ওই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে সে শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিলো।

শিশুটির মা সুমাইয়া খাতুন জানান, দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে পুকুর থেকে সাফওয়ানের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সুমাইয়া খাতুন অভিযোগ করেন সোহানই তার ছেলেকে হত্যা করেছে।
 
এদিকে সাফওয়ানের পিতা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানা ভাবে ভয় ভীতি দেখাতো। বিছানায় শুয়ে শুয়ে সাফওয়ান তাকে এ কথা বলতো আর ভয়ে জড়োসড়ো হয়ে যেতো।
 
ওই গ্রামের শরিফুল ইসলাম জানান, সোহানকে আটকের পর শত শত মানুষের সামনে সে সাফওয়ানকে পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এদিকে নিহত সাফওয়ানের মুখমন্ডলে একাধিক নখের আঁচড় রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসির হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাফওয়ানকে হত্যার মোটিভ উদ্ধারে সরকারের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়