শিরোনাম
◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে সিঁদ কেটে ঘরে ডুকে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-২

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরউভূতি এলাকায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সদর থানায় ৪ জনকে আসামী করে গণধর্ষণের মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল মুন্নাফ ঘটনা নিশ্চিত করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়,  প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই নারী। বুধবার গভীররাতে সিঁদ কেটে মুখোশ পরে ঘরে প্রবেশ করে ৪ জন। পরে ওই নারীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে তারা। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ধর্ষকরা। তবে চারজনের মধ্যে দুইজনকে চিনতে পারলেও অন্য দুইজনকে চিনতে পারেনি ভূক্তভোগী নারী। পরে তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয় ভবানীগঞ্জ ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিটন হোসেন বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনে খবর নিয়েছেন। ভিকটিম নারির বাড়ী পার্শ্ববর্তি তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সীমান্ত এলাকায়। অভিযুক্ত ৪ জনের দুইজনের বাড়ী তার ওয়ার্ডে। এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন জানায়, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুইজনকে গ্রেফতারের অভিযান চলছে। তবে চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুই আসামী পুলিশের কাছে স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়