শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)  : জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে সাবেক আনসার সদস্য আব্দুল জলিল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রাসেল আহমেদ। নিহত জলিল পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও সাবেক আনসার সদস্য বলে জানা গেছে। 


নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল জলিল বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে যায়। এসময় গোসলরত অবস্থায় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। বাড়ীতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর পাড়ে খুঁজতে যায়। এসময় নদীর পাড়ে খূঁজে না পেয়ে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে এক ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করেন।


এ ব্যাপারে টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, বাড়ীর পাশেই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে নদীতে ডুবে যায়। পরে নদীতে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়