বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল রুম উপজেলার মুনলাইপাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। পরে অতর্কিত সেনা অভিযানের সময় কেএনএফ সন্ত্রাসীরা গুলি চালিয়ে পালিয়ে যায়।
তবে কেএনএফ-এর আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্ম উদ্ধার করে সেনাবাহিনী।
আপনার মতামত লিখুন :