ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লাল রঙের একই পাগলা কুকুরের কামড় খেয়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছে চার শিশু। আহত শিশুদের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। মঙ্গলবার ( ১২ নভেম্বর ) বিকেল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা ও পার্শ্ববর্তী চান্দলা ইউনিয়নের চান্দলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই দুই ইউনিয়নে কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত শিশুরা হলো, উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার মিজানুর রহমানের ছেলে সাঈদ ( ৮ ), একই এলাকার সেলিম মিয়ার ছেলে আদনান ( ৩ ), মিঠন চন্দ্র পালের ছেলে রিশব চন্দ্র পাল ( ৩ ) ও চান্দলা ইউনিয়নের চান্দলা এলাকার ইউনুসুর রহমানের ছেলে তাহমিদ ( ১৩ ) । আহত শিশু আদনানের বাবা সেলিম মিয়া বলেন, আমার ছেলে বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের রাস্তায় যেতেই লাল রঙের একটি পাগলা কুকুর আমার ছেলের ওপর আক্রমণ করে। আমার ছেলের চিৎকার শুনে আমরা দৌড়ে এগিয়ে গেলে কুকুরটি চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
আহত শিশু রিশব চন্দ্র পালের বাবা মিঠন চন্দ্র পাল বলেন, আমার ছেলে সন্ধ্যায় বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ করে কোথা থেকে একটা লাল রঙের পাগলা কুকুর এসে আমার ছেলেকে কামড়ে আহত করে। আমরা লাঠি দিয়ে তাড়া করলে কুকুরটি চলে যায়। পরে শুনেছি কুকুরটি আরও কয়েকজন শিশুকেও কামড়িয়েছে।আহত শিশু তাহমিদ বলেন, রাতে আমি ঘরে পড়ছিলাম। ঘর থেকে উঠোনে বের হতেই অন্ধকারের মধ্যে একটি কুকুর পেছন থেকে এসে আমার হাতে কামড় দেয়। আমি চিৎকার করায় আমার পরিবারের লোকজন বাইরে বের হয়ে আসে। এরপর আর কুকুরটিকে দেখতে পাইনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়ন ও চান্দলা ইউনিয়ন থেকে কুকুরের কামড়ে আহত চার শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন স্বজনরা। আহত শিশুদের চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :