শিরোনাম
◈ আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিতে চায় ◈ আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ছিল: হাইকোর্ট ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ◈ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ◈ ভারতে এসে প্রেম ও বিয়ে, নাগরিকত্ব চাইলেন বাংলাদেশের নারী ◈ বায়ুদূষণ রোধে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত ◈ ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’, লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু ◈ রাজারবাগে বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান ও ক্বিরাত প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ১১৫ বোতল বিদেশি মদ সহ মাদককারবারী আটক 

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধিনি : ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৫ বোতল বিদেশি মদ সহ  মাদককারবারী শাহেদুল ইসলামকে আটক করেছে ফেনী মড়েল থানার পুলিশ।  আটককৃত মো: শাহেদুল ইসলাম (২৭) ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর গ্রামের এয়াকুব মিয়ার বাড়ীর এয়াকুব মিয়ার ছেলে মো:শাহেদুল ইসলাম।
 
পুলিশ জানায়, ১২ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে  ফেনী মড়েল থানার ইন্টেলিজেন্স পুলিশ পরিদর্শক আশরাফুল মুন্না ও এসআই মো: আলা আহাদ সঙ্গীয় টিম অভিযান চালিয়ে এয়াকুব মিয়ার ছেলে শাহেদুল ইসলাম এর বসত ঘরে তল্লাশি করে এসময় খাটের নিছ থেকে দুটি বস্তায় কয়েকটি কাটুনে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী শাহেদুল ইসলাম বলে, মদ গুলো ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের খিলপাড়া আব্দুর রউফের ছেলে আবদুল করিম প্রকাশ ভাসানী (৪৫) এর কাছ থেকে বিক্রয়ের জন্য সংগ্রহ করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল করিম পালিয়ে যায় । এ ঘটনায় ফেনী মড়েল থানার এসআই আলি আহাদ ১৩ নভেম্বর বুধবার  বাদী হয়ে ফেনী মড়েল থানায় একটি মামলা দায়ের করে মামলা নং ৩০। 

ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক কারবারিরা সক্রিয় রয়েছে তবে ফেনী মড়েল থানার পুলিশ  মাদক নিয়ন্ত্রণে ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়