শিরোনাম
◈ বাংলাদেশে কর্মক্ষেত্রে জাস্ট ট্রানজিশনে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান ◈ রুমায় কেএনএফ আস্তানায় সেনা অভিযান, অস্ত্র উদ্ধার ◈ মার্ক জাকারবার্গের ভবিষ্যদ্বাণী: স্মার্টফোনের জায়গা দখল করবে স্মার্টগ্লাস ◈ আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ◈ আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ছিল: হাইকোর্ট ◈ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা শ্রম সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ◈ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ◈ ভারতে এসে প্রেম ও বিয়ে, নাগরিকত্ব চাইলেন বাংলাদেশের নারী ◈ বায়ুদূষণ রোধে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

তপু সরকার হারুন : শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ২৫০ শয্যা শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে অপসারণের জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে শেরপুর প্রেসক্লাব। ১২ নভেম্বর নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবের প্যাডে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর একটি চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লেখা চিঠি সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর সোমবার দুপুরে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ঔষধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হন সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। তারই প্রেক্ষিতে জেলা সকল সাংবাদিক বিক্ষুব্ধ হয়ে উঠে। এরই প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে শেরপুর থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জেলার সকল সাংবাদিক বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল স্বাক্ষরিত ওই চিঠি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের হাতে পৌঁছে দেয়া হয়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শাহরিয়ার মিল্টন, মহিউদ্দিন সোহেল, মো. আলমগীর হোসেন, আবু হানিফ, রেজাউল করিম বকুল, বিপ্লব দে কেটু, মনিরুজ্জামান রিপন, শহিদুল ইসলাম হিরা, জুবাইদুল ইসলাম,
জাহিদুল খান সৌরভ, তারিকুল ইসলাম, বাবু চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়