জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে ৬ জন নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি। তারা টেকনাফ থেকে দুটি ট্রলারে করে বালি ও সিমেন্ট নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশি ৬ জন নির্মাণ শ্রমিক দুটি ট্রলারে বালি ও সিমেন্ট নিয়ে টেকনাফ থেকে নাফনদী হয়ে সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছিল। তারা ভুলবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে নাফনদীর মোহনায় মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র অবস্থায় এসে তাদেরকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আটকের একদিন পার হলেও আরাকান আর্মি এখনও তাদের ছেড়ে দেয়নি। আটকরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।এবিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :