শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নাফনদী থেকে ৬ শ্রমিককে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে ৬ জন নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি। তারা টেকনাফ থেকে দুটি ট্রলারে করে বালি ও সিমেন্ট নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশি ৬ জন নির্মাণ শ্রমিক দুটি ট্রলারে বালি ও সিমেন্ট নিয়ে টেকনাফ থেকে নাফনদী হয়ে সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছিল। তারা ভুলবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে নাফনদীর মোহনায় মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র অবস্থায় এসে তাদেরকে নিয়ে যায়।


তিনি আরও বলেন, আটকের একদিন পার হলেও আরাকান আর্মি এখনও তাদের ছেড়ে দেয়নি। আটকরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।এবিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়