শিরোনাম
◈ বাংলাদেশে কর্মক্ষেত্রে জাস্ট ট্রানজিশনে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান ◈ রুমায় কেএনএফ আস্তানায় সেনা অভিযান, অস্ত্র উদ্ধার ◈ মার্ক জাকারবার্গের ভবিষ্যদ্বাণী: স্মার্টফোনের জায়গা দখল করবে স্মার্টগ্লাস ◈ আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায়(ভিডিও) ◈ আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ছিল: হাইকোর্ট ◈ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা শ্রম সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ◈ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ◈ ভারতে এসে প্রেম ও বিয়ে, নাগরিকত্ব চাইলেন বাংলাদেশের নারী ◈ বায়ুদূষণ রোধে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাদেবপুরে সমাপ্ত হলো প্রকৃত প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রম

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মহাদেবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রকৃত প্রতিবন্ধী সনাক্ত করার লক্ষে যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই পরবর্তী সময়ে উপজেলার ১০ ইউনিয়নের ১৩ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পাওয়ার আশায় আবেদন করেন। এরই প্রেক্ষিতে উপজেলায় ৫ সদস্য বিশিষ্ট প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম সদস্যের দায়িত্ব পান।

গত ১০ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রম শুরু হয়ে ১২ নভেম্বর মঙ্গলবার তা শেষ হয়েছে। 

১৩ শতাধিক আবেদনকারীর মধ্যে কত জনকে প্রকৃত প্রতিবন্ধী সনাক্ত করা হয়েছে মর্মে কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন আগামী সপ্তাহে উক্ত কমিটি মিটিং করে ফলাফল প্রকাশ করবেন। তিনি আরো বলেন, কমিটি এবার ঠিকঠাক ভূমিকা পালন করেছেন বিধাই সঠিক প্রতিবন্ধী তাদের হক থেকে বঞ্চিত হবে না। 

উল্লেখ্য যে, বিগত সময়ে উপজেলা সমাজসেবা অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী নিয়ম নীতির তোয়াক্কা না করে উৎকোচের বিনিময়ে চতুর ও সুবিধাবাদী সুস্থ্য
সবল মানুষকে প্রতিবন্ধী ভাতার আওতায় এনে আসল প্রতিবন্ধীদের হক বঞ্চিত করেছেন বলে ব্যাপক অভিযোগ উঠেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়