ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচার আখ্যাপাওয়া আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছে ঝিনাইদহের প্রায় সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। আত্মগোপনে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা। সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান গঠনের দাবী জানিয়েছেন ইউপি সদস্যরা।
বুধবার ঝিনাইদহ প্রেসক্লাবে পাঠানো রেজুলেশনের কপিতে জানা যায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনগণের সেবা নিশ্চিত করতে ওই ইউনিয়নের ১১ জন্য ইউপি সদস্য সভা আহ্বান করে একটি রেজুলেশন করেছেন। সেখানে ১ নং সদস্যকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউপি সদস্য জামির হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান সিরাজুল করিম আত্মগোপনে রয়েছেন। এতে এই ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। গ্রামের মানুষের আমাদের কাছে এসে তাদের অভিযোগ জানাচ্ছে। তাই আমরা গ্রামের মানুষের কথা চিন্তা করে প্যানেল চেয়ারম্যান গঠনের সিন্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় বলেন, ইউপি সদস্যরা রেজুলেশন করে সিন্ধান্ত নিয়ে আমাদের কাছে আবেদন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
আপনার মতামত লিখুন :