অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১১ দিনে জেলায় আটজনের মৃত্যু হল। এছাড়া চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১১ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, সোমবার (১১ নভেম্বর) আনতাহেরা নামে ৬০ বছর বয়সী এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। আনতাহেরার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৪৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি বছর শুরু থেকে ১২ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ২২৮ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ১৫৮ জন, নারী ৯৫৬ জন এবং শিশু ৬৩৪ জন।
চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৩৩ জনের হয়েছে। এর মধ্যে নারী ১৮ জন, পুরুষ ১১ জন এবং শিশু চার জন।
আপনার মতামত লিখুন :