শিরোনাম
◈ জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: ড. ইউনূস ◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আসিফ নজরুলকে হেনস্তা: চুপ থাকা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১০:১২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে ৪০ হাজার টাকা নিয়ে পালালো প্রতারক, কিছুই বলতে পারলেন না ব্যবসায়ী

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় ব্যবসায়ীর ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় দিকে মহিরন ব্র্যাক অফিস মোড়ে এ ঘটনা ঘটে। ঐ ব্যবসায়ীর নাম শফিয়ার রহমান। তিনি ফ্রেশসহ বিভিন্ন কম্পানির ডিলার।

ব্যবসায়ী শফিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে দোকানে বসে থাকা অবস্থায় সাদা প্রাইভেট গাড়িতে একজন চালক ও একজন যাত্রী নিয়ে দোকানের সামনে আসে। গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নেমে এসে একটি টেপ (কার্টুন মোড়কীকরণের কাজে ব্যবহৃত) বিক্রির করার অনুরোধ জানান।

এসময় তিনি আরবী ভাষায় কথা বলছিলেন। যুবকের অনুরোধে তিনশত টাকায় টেপ বিক্রি করতে রাজি হলে ৫’শ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নেওয়ার পর নিজের বুদ্ধি হারিয়ে ফেলি। একপর্যায়ে লাল রঙের হাজার টাকার নোট দোকানে আছে কি-না তা জানতে চান যুবক। এসময় আমার সাথে ড্রয়ার খুঁজতে থাকেন ঐ যুবক। এরপর গাড়িটি বাঘারপাড়া বাজারের দিকে কিছুদুর যেয়ে ফিরে এসে যশোরের দিকে চলে যায়। তখন ড্রয়ার থেকে ৪০হাজার টাকার বান্ডিলটি আর পায়নি। 

তিনি আরও বলেন, আমার সামনেই সবকিছু ঘটলেও কিছু বলতে পাছিলাম না। কিছুক্ষণ পরেই হুঁশ ফিরে পেলে দেখি টাকা খোয়া গেছে। থানার ওসি আব্দুল আলিম জানিয়েছে , এরকম কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়