আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় ব্যবসায়ীর ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় দিকে মহিরন ব্র্যাক অফিস মোড়ে এ ঘটনা ঘটে। ঐ ব্যবসায়ীর নাম শফিয়ার রহমান। তিনি ফ্রেশসহ বিভিন্ন কম্পানির ডিলার।
ব্যবসায়ী শফিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে দোকানে বসে থাকা অবস্থায় সাদা প্রাইভেট গাড়িতে একজন চালক ও একজন যাত্রী নিয়ে দোকানের সামনে আসে। গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নেমে এসে একটি টেপ (কার্টুন মোড়কীকরণের কাজে ব্যবহৃত) বিক্রির করার অনুরোধ জানান।
এসময় তিনি আরবী ভাষায় কথা বলছিলেন। যুবকের অনুরোধে তিনশত টাকায় টেপ বিক্রি করতে রাজি হলে ৫’শ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নেওয়ার পর নিজের বুদ্ধি হারিয়ে ফেলি। একপর্যায়ে লাল রঙের হাজার টাকার নোট দোকানে আছে কি-না তা জানতে চান যুবক। এসময় আমার সাথে ড্রয়ার খুঁজতে থাকেন ঐ যুবক। এরপর গাড়িটি বাঘারপাড়া বাজারের দিকে কিছুদুর যেয়ে ফিরে এসে যশোরের দিকে চলে যায়। তখন ড্রয়ার থেকে ৪০হাজার টাকার বান্ডিলটি আর পায়নি।
তিনি আরও বলেন, আমার সামনেই সবকিছু ঘটলেও কিছু বলতে পাছিলাম না। কিছুক্ষণ পরেই হুঁশ ফিরে পেলে দেখি টাকা খোয়া গেছে। থানার ওসি আব্দুল আলিম জানিয়েছে , এরকম কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
আপনার মতামত লিখুন :