শিরোনাম
◈ আসলে ওবায়দুল কাদের কোথায়? যা জানাগেল ◈ বিশৃঙ্খলা দেখে মিটিং রুম ছাড়লেন সমন্বয়করা (ভিডিও) ◈ আদালতে ‘জয় বাংলা’ স্লোগান হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিমের, কারাগারে প্রেরণ (ভিডিও) ◈ শেখ হাসিনার ভারতে বসে মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ (ভিডিও) ◈ ড. ইউনূসকে নিয়ে লেখা বই তাকে দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি ◈ ‘স্বাধীনতার ৫৩ বছরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি’ (ভিডিও) ◈ গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার সেই চার শিশুর বাবা জামাল মিয়ার জামিন ◈ দুর্বল সাত ব্যাংক তারল্য সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা ◈ বাংলাদেশে কর্মক্ষেত্রে জাস্ট ট্রানজিশনে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান ◈ রুমায় কেএনএফ আস্তানায় সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০৯:৩২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে রিজভীর স্বাক্ষর জাল করে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রিজভী জানিয়েছেন, একটি কুচক্রি মহল ও ফ্যাসিস্টদের দোসর অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দপ্তর থেকে একপত্রে রুহুল কবির রিজভী বলেন, ‘কোন স্বার্থান্বেষী কুচক্রি মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’


তিনি বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিব এর স্বাক্ষর জাল করে ফ্যাসিস্টদের দোসর ও স্বার্থন্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির ঘটনা প্রচার করে। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পত্র মারফত বিষয়টি তুলে ধরেছেন।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়