শিরোনাম
◈ তোফায়েলের ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার ◈ মালদ্বীপের কাছে হেরে গেলো বাংলাদেশ ◈ পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক রেখে নতুন ভিডিও প্রকাশ আইসিসির ◈ বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের ছবি ◈ গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশির স্বাধীনতা রক্ষা করতে হবে: মুখপাত্র বেদান্ত প্যাটেল ◈ কৃষিতে পদকপ্রাপ্ত নুরুন্নাহারসহ তিন ছেলে গুলিবিদ্ধ ◈ সঞ্চয়পত্রের মেয়াদ শেষে নগদায়ন বা পুনরায় চালু করার উপায় ◈ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজা ও লেবাননে নিহত ১০৭ ◈ সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল ◈ ভোটের রোডম্যাপের দাবি জোরালো হচ্ছে, মাঠে নামছে রাজনৈতিক দলগুলো

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০৯:৩২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে রিজভীর স্বাক্ষর জাল করে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রিজভী জানিয়েছেন, একটি কুচক্রি মহল ও ফ্যাসিস্টদের দোসর অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দপ্তর থেকে একপত্রে রুহুল কবির রিজভী বলেন, ‘কোন স্বার্থান্বেষী কুচক্রি মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’


তিনি বলেন, ‘উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিব এর স্বাক্ষর জাল করে ফ্যাসিস্টদের দোসর ও স্বার্থন্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির ঘটনা প্রচার করে। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পত্র মারফত বিষয়টি তুলে ধরেছেন।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়