শিরোনাম
◈ অর্গানাইজিং ও নির্বাহী কমিটি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা ◈ তোফায়েলের ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার ◈ মালদ্বীপের কাছে হেরে গেলো বাংলাদেশ ◈ পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক রেখে নতুন ভিডিও প্রকাশ আইসিসির ◈ বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের ছবি ◈ গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশির স্বাধীনতা রক্ষা করতে হবে: মুখপাত্র বেদান্ত প্যাটেল ◈ কৃষিতে পদকপ্রাপ্ত নুরুন্নাহারসহ তিন ছেলে গুলিবিদ্ধ ◈ সঞ্চয়পত্রের মেয়াদ শেষে নগদায়ন বা পুনরায় চালু করার উপায় ◈ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজা ও লেবাননে নিহত ১০৭ ◈ সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৩৭ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৩৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা–সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। 

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আহম্মদ ফেরদাউস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ ছাড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ৮ জন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ২০ আইনজীবী। এ নিয়ে ৩৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহম্মদ ফেরদাউস মানিক বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন সঠিকভাবে পালন করতে পারি সেটাই এখন আশা। পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’ 

এদিকে এ নিয়োগের মধ্য দিয়ে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়