শিরোনাম
◈ আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিতে চায় ◈ আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ছিল: হাইকোর্ট ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ◈ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ◈ ভারতে এসে প্রেম ও বিয়ে, নাগরিকত্ব চাইলেন বাংলাদেশের নারী ◈ বায়ুদূষণ রোধে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত ◈ ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’, লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু ◈ রাজারবাগে বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান ও ক্বিরাত প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছাত্র জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় মাঈনুদ্দিন আহমেদ মানু (৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং ফরিদপুর পৌরসভার ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
 
সোমবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। 
 
এর আগে রোববার (১০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে শহরের টেপাখোলা হরিসভা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন কোতয়ালী থানা পুলিশ। 
 
এর আগে গত ১৫ ই অক্টোবর কোতয়ালী থানায় মামলাটি করেন শহরতলীর মামুদপুর এলাকার মুজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।
 
ওই মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বাদীর মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে যান বাদীসহ কয়েকজন। সেসময় তাঁর ওপরও হামলার চালায়। এতে আসামীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর ইকবাল জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলায় ১২৫ জন এজাহারনামীয় আসামীর মধ্যে ৭৪ নম্বরে ছিলেন এই আওয়ামীলীগ নেতা। তাঁর নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়