শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজা ও লেবাননে নিহত ১০৭ ◈ সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল ◈ ভোটের রোডম্যাপের দাবি জোরালো হচ্ছে, মাঠে নামছে রাজনৈতিক দলগুলো ◈ হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত ◈ বিশ্বে জলবায়ু সংকট ও সংঘাতে ১২ কোটি শরণার্থী, সতর্ক করল জাতিসংঘ ◈ সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে: উপদেষ্টা ফারুকী ◈ পৃথিবীর সুরক্ষায় জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ফাঁসির দড়িতে হাসনাত না, সবার আগে ঝুলবে বিএনপি-জামায়াত: নুর (ভিডিও) ◈ অন্তবর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী থাকবে : কর্নেল ইন্তেখাব হায়দার খান ◈ গণ-অভ্যুত্থানে আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছাত্র জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় মাঈনুদ্দিন আহমেদ মানু (৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং ফরিদপুর পৌরসভার ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
 
সোমবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। 
 
এর আগে রোববার (১০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে শহরের টেপাখোলা হরিসভা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন কোতয়ালী থানা পুলিশ। 
 
এর আগে গত ১৫ ই অক্টোবর কোতয়ালী থানায় মামলাটি করেন শহরতলীর মামুদপুর এলাকার মুজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।
 
ওই মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বাদীর মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে যান বাদীসহ কয়েকজন। সেসময় তাঁর ওপরও হামলার চালায়। এতে আসামীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর ইকবাল জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলায় ১২৫ জন এজাহারনামীয় আসামীর মধ্যে ৭৪ নম্বরে ছিলেন এই আওয়ামীলীগ নেতা। তাঁর নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়