শিরোনাম
◈ রাতে বাংলাদেশ-মালদ্বীপ মুখোমুখি, টিকিট সর্বনিম্ম ৩০০ টাকা   ◈ এবার ভারত বর্জনের ডাক দিলো পাকিস্তান, শত কোটি ডলারের ক্ষতির মুখে আইসিসি ◈ বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ নিয়ে তোড়জোড় শুরু ◈ ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর ◈ ভারতের চাপে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে যাচ্ছে? ◈ কেমন সংবিধান হওয়া উচিত, এই বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কী রকম? ◈ যেভাবে ৪০ হাজার টাকা নিয়ে পালালো প্রতারক, কিছুই বলতে পারলেন না ব্যবসায়ী ◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জাকারিয়া জাহিদ,  কলাপাড়া পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষকের নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও  প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার ও ব্যবহৃত মালামাল লুটে নেয় চোর চক্র।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত মধ্য রাতের কোন এক সময় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ  সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এ ঘটনা ঘটে।  লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন,  তার পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে যাওয়ায় ঘটনার দিন তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি। রবিবার সকালে তার প্রতিবেশীরা ফোন করে বলে তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন,বাসার গেট ভাঙ্গা বৈদ্যুতিক লাইন বিছিন্ন,সিসি ক্যামেরা ভাঙ্গা। এছাড়াও আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণাংকার তা ছাড়াও অন্যান্য মালামাল পোষাক সহ আরও প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়