শিরোনাম
◈ লন্ডনে হেনস্তার শিকার হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ (ভিডিও) ◈ রশিদ লতিফের প্রস্তাব, আইসিসির উচিত পাকিস্তান ও ভারতকে টুর্নামেন্ট আয়োজন করতে না দেয়া ◈ চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল ◈ এনসিএল টি-টোয়েন্টি দিয়ে খেলায় তামিম ইকবাল ◈ জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: এএফপিকে ড. ইউনূস ◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আসিফ নজরুলকে হেনস্তা: চুপ থাকা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১২:২৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ওএমএস’র  সব ডিলারশীপ বাতিল, নিয়োগ হবে  নতুন ডিলার

মিজান লিটন : চাঁদপুরসহ সারা দেশে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) সকল ডিলারশিপ বাতিল করে নতুন নীতিমালায় শিগগিরই নতুন ডিলার নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চাঁদপুরে ওএমএসের নতুন ডিলার নিয়োগের ব্যাপারে সভায় সিদ্ধান্তের মোতাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ২৮ অক্টোবর থেকে ৭ নবেম্বর পর্যন্ত ফরম বিক্রির কার্যক্রম চলে।গতকাল ১০ নবেম্বর  জমা দেওয়ার শেষ দিন ছিল।২০টি কেন্দ্রের জন্য মোট ৯৭ টির ফরম বিক্রি করা হয়েছে।নতুন পুরাতন মিলে শেষ দিনে মোট ৮৫ টি ফরম জমা পরে।
ঐ দিন সকাল ১০টা  থেকে দুপুর ২ টা পর্যন্ত ছিল ফরম জমা নেওয়ার শেষ সময়। বিকাল ৪ টায় কমিটির সকলের উপস্থিতিতে বাক্স খোলা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌরসভায় বর্তমানে ২০ জন ওএমএসের ডিলার কেন্দ্র রয়েছে। চাঁদপুর পৌরসভার এ সকল ডিলারদের প্রতিদিন ৮৩৪ কেজি চাল ও ৮৩৪ কেজি আটা দেওয়া হয়। ডিলারদের কাছে থেকে একজন ক্রেতা প্রতি কেজি ২৪ টাকা দামে ৫ কেজি আটা এবং ৩০ টাকা দামে সবোর্চ্চ ৫ কেজি চাল কিনতে পারেন।
২০ টি কেন্দ্রের মধ্য ১ নং কেন্দ্রে জমা পরে ৫টি,২ নং কেন্দ্রে ৬টি,৩ নং কেন্দ্রে ৩টি,৪ ৬টি, ৫ নং কেন্দ্রে ৬টি,৬ নং কেন্দ্রে ২ টি,৭ নং এ ৩টি,৮ নং এ ২ টি,৯নং এ ৫ টি,১০ নং এ ৭টি,১১ নং এ ৩ টি,১২ নং এ ৫টি ১৩ রং এ ৬ টি ১৪ নং এ ২ টি,১৫ নং এ ৮ টি,১৬ নং এ ৬ টি,১৭ নং এ ১টি,১৮ নংএ ৩ টি,১৯ নংএ ১৪ টি এবং ২০ নং এ  ২ টি মোট ৮৫ টি ফরম জমা পরে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গরিব ও অসচ্ছল মানুষের কাছে কম দামে ওএমএসের চাল ও আটা বিক্রি করে সরকার। কিন্তু ১৫–২০ বছর ধরে ডিলার হিসেবে রয়েছেন একই ব্যক্তি। এছাড়া ওএমএস কেন্দ্রের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি ডিলারশিপ পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আগের সব ওএমএস ডিলারের কার্যক্রম বাতিল করে নতুন করে দেওয়া হচ্ছে । 

সাধারণ জনগণ মনে করছেন  নতুন নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছভাবে তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে কোন প্রকারের বৈষম্য যেন তারা না করে।  এসব উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামপ্রসাদ চাকমা, জেলা প্রশাসকের প্রতিনিধি,এনডিসি মোঃ আসাদুজ্জামান সরকার,চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূইয়া, খাদ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা হাফিজ আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্য গণ এই সময় উপস্থিত ছিলেন। 

সকল ফরমগুলি যাচাই-বাছাই শেষে কমিটির সভাপতি চাঁদপুরের জেলা প্রশাসক সহ কমিটির সকলের  সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে কারা এই ২০ কেন্দ্রের অনুকূলে নতুন নিয়োগ পাবে  তা পরবর্তিতে  জানিয়ে দেওয়া হবে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক শ্যাম চাকমা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়