শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৭:২০ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে বিয়ের পরদিনই অপহরণ, নববধূসহ পাঁচজন গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের পরদিনই স্বামীকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে নববধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সঙ্গে গতকাল শনিবার রাতে রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত মো. ফয়সালকে (৩০) উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

আজ রোববার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। ভুক্তভোগী মো. ফয়সাল দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা বাজার এলাকার বাসিন্দা। গ্রেপ্তার পাঁচজন হলেন ফয়সালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (১৮), তাঁর বন্ধু রিফাত শিকদার (১৯), মোহাম্মদ রাজ (২১), মেহেদী হাসান (১৯) ও অপ্রাপ্তবয়স্ক কিশোরী (১৫)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর ফয়সালের সঙ্গে পারিবারিকভাবে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। পরদিন সন্ধ্যা ছয়টার দিকে ফয়সাল ও জান্নাতুল কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে যান। সেখান থেকে রাত আটটার দিকে জান্নাতুল একা তাঁর শ্বশুরবাড়ি ফিরে জানান, অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন ফয়সালকে মারধর করে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে গেছে। এরপর ফয়সালকে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

পরে অপহরণকারীরা ফয়সালের মায়ের মুঠোফোনে যোগাযোগ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া দেয়। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ফয়সালের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ফয়সালকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে মামলা হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা রিফাত ও তার সহযোগী রাজ ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যমতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অপহরণকারী চক্রের আরও দুই সদস্য ফয়সালের স্ত্রী জান্নাতুল ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তার জান্নাতুলের সঙ্গে রিফাতের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর ফয়সালকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তাঁরা। সেই মুক্তিপণের টাকা নিয়ে রিফাত ও জান্নাতুল পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী বিয়ের পরদিনই ফয়সালকে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে বাইরে নিয়ে গিয়ে অপরহণ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়