শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝাউডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি

মাসুদ আলম : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম ১২ মিলগ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার  ভোরে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী  তুজুরপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে।

এ প্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর সাড়ে ৪ টায়  বিজিবি আভিযানিকদল উক্ত স্থানে ঢাকা থেকে  সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ  (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামের একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার দেহ তল্লাশি করে ডান পায়ের জুতার ভিতরে কস্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম এবং বর্তমান বাজারমূল্য-৫৭ লাখ ৫৭ হাজার ৮৭ টাকা।

আটককৃত ব্যক্তি ঢাকার রায়েরবাগ থানার মৃত নুরুল হকের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়