শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে পেট্রোল পরিমাপে কম দেওয়ায় সড়ক অবরোধ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জয় ফিলিং স্টেশন পাম্পে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় বিক্ষুদ্ধ গ্রাহকরা মোটরসাইকেলের ব্যারিকেট দিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যানবাহন স্বাভাবিক চলাচল শুরু করে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে আদমদীঘি উপজেলার মুরইল বাজারের পশ্চিমে জয় ফিলিং স্টেশনে সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা। এ ঘটনার পর রাত সাড়ে ৮ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ জয় ফিলিং স্টেশন (পেট্রোল পাম্পে) পৌঁছে নওগাঁর আঞ্চলিক বিএসটিআই অফিসের পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পেট্রোল পরিমাপে কম দেয়ার সত্যতা পাওয়ায় জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন।

জানা যায়, শনিবার দুপুর ২টায় আদমদীঘির বেশ কয়েক জন মোটরসাইকেল চালক ওই পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল তুলে নেন। এসময় পেট্রোল পরিমাপে কম দেয়া হয়েছে বুঝতে পেরে মোটরসাইকেল চালকরা পাম্পের সেলসম্যান শেরেকুল ইসলামের নিকট প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকসহ জনতা জয় ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলের ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ করেন।

এ ঘটায় ওই সড়কে চলাচলকারি বেশ কিছু যানবাহন আটক পড়ে। প্রায় আধা ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত ও অবরোধ প্রত্যাহার করা হয়। পেট্রোল নিতে আসা বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রাত সাড়ে ৮টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়