শিরোনাম
◈ ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ ◈ অন্তর্বর্তী সরকার 'এনজিও শাসিত' নয়, প্রমাণ দিলেন প্রেসসচিব ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর ◈ চীন গেলেন  বিমান বাহিনী প্রধান  ◈ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ আয়কর রিটার্ন  দাখিল বাধ্যতামূলক যাদের জন্য ◈ বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে বাজে আউটফিল্ড, শাস্তি পেলো ভারতের মাঠ ◈ মিরাজের দাবি, পিচের কারণে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ ◈ নিজেদের মাঠে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো অস্ট্রেলিয়া ◈ পিনাকী ভট্টাচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আগাম টমেটো চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: শীতকালীন আগাম টমেটো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারদর ভাল হওয়ায় টমেটো বাজারে তুলতে জমিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলার চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, শীতকালীন সবজি লাউ, কুমরা, সীম, করলা, শশা চাষের পাশাপাশি আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এখানকার চাষিরা। উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাস ধরনের টমোটো চারা জমিতে লাগিয়েছেন চাষিরা । বিশেষ প্রদ্ধতিতে কৃষকরা টমোটো ফলানোর নানা রকম কৌশলে অবলম্বন করছেন। বাঁশের লম্বা সাঁড়িবদ্ধ মাঁচায় টমোটো গাছ গুলোকে দাঁড় করিয়েছেন। গাছে প্রতি পাতা ফাঁকে ঝাঁকে ঝাঁকে ঝুলছে টমোটো। জেলা সদরের সুলতানপুর, আখাউড়া মনিয়ন্দ, নবীনগর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ টমোটো চাষের দৃশ্য চোখে পড়ছে। 

টমেটো চাষি ইদ্রিস মিয়া বলেন, শীতকালীন আগাম টমোটো চাষ করে আমরা লাভের মুখ দেখছি। বর্তমানে বাজারদর ভালো, বাগান থেকে প্রাইকাররা প্রতিমণ টমোটো চার হাজার টাকা দরে কিনে নিচ্ছেন। চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার সবজি চালান হয়ে থাকে। 

নাসিরনগরের আরেক চাষি বকুল মিয়া জানান, ৮ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এলাকার কয়েক হাজার চাষি এ বছর ব্যাপক ভাবে জমিতে আগাম উচ্চফলনশীল জাতের টমেটো আবাদ করেছেন। এসব জমিতে উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাসসহ নানা জাতের টমেটোর চারা লাগিয়েছেন তারা। অবহাওয়া ভালো থাকায় ভালো ফসলের মুখ দেখছেন। এসব টমেটোর ভালো বাজার দর পাওয়া যাবে বলে আশা করছি। 

জেলা কৃষি অফিস জানান, কৃষিকাজে এখানকার চাষিরা বেশ তৎপর। বিশেষ করে সবজি চাষে চাষিরা বেশ সাফল্য এনেছেন। আগাম টমেটো চাষের প্রতি দিনদিন চাষিরা ঝুঁকছেন। স্থানীয় কৃষি অফিস থেকে চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়। পাশাপাশি টমেটো চাষের জন্য সবধরণের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়