শিরোনাম
◈ পিনাকী ভট্টাচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ ◈ দেশবাসীর প্রতি মাওলানা মিজানুর রহমান আজহারির আহ্বান ◈ অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতায় তিন মাস ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নানা মন্তব্য ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান ◈ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ : তারেক রহমানের বিবৃতি ◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক নিহত 

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক আবু তাহের (৫০) নিহত ও আহত হয়েছেন সুমন হোসেন নামের এক ব্যক্তি। শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে। আহত সুমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জেলার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরেকজন গুরুতর আহত হন। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন।

আবু তাহের ও সুমনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু তাহেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য সুমন হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়