শিরোনাম
◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ◈ ৫০ বছর পরও এই রায়ের কথা মনে করবে মানুষ : হাইকোর্ট ◈ ঢাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে যা বললেন শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বিএনপি নেতার হাতে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লাঞ্ছিত! ভিডিও ◈ আদালত থেকে কারাগারে নেয়ার সময় ছাত্রলীগ নেতা মীমকে গণপিটুনি (ভিডিও) ◈ সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! (ভিডিও) ◈ ট্রাম্পের বিজয়ে খুশি সৌদি আরব, সতর্ক কাতার ◈ হাছান মাহমুদ'র ভিডিও বার্তা নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ সমন্বয়ক হাসিব: জবাবে যা বলছেন 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৩:২৫ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতা মামলায় রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী ব্যুরো : বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ নেভেম্বর) বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) তাকে আদালতে নেয়া হবে।

তুহিন রাজশাহীতে ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরীর রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরো অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন। তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হিসেবে খ্যাত রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও পলাতক। # 

  • সর্বশেষ
  • জনপ্রিয়