শিরোনাম
◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ◈ ৫০ বছর পরও এই রায়ের কথা মনে করবে মানুষ : হাইকোর্ট ◈ ঢাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে যা বললেন শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বিএনপি নেতার হাতে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লাঞ্ছিত! ভিডিও ◈ আদালত থেকে কারাগারে নেয়ার সময় ছাত্রলীগ নেতা মীমকে গণপিটুনি (ভিডিও) ◈ সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! (ভিডিও) ◈ ট্রাম্পের বিজয়ে খুশি সৌদি আরব, সতর্ক কাতার ◈ হাছান মাহমুদ'র ভিডিও বার্তা নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ সমন্বয়ক হাসিব: জবাবে যা বলছেন 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০২:৫২ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র-জনতার অর্জন ব্যর্থ হতে দেওয়া  যাবে না : বিএনপি নেতা শাহজাহান

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : ছাত্র-জনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এই গণজমায়েতের আয়োজন করা হয়। মো.শাহজাহান বলেন, দেশের ছাত্র, জনতা ও বিএনপির হাজার হাজার কর্মী বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা গত ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র, জনতা, মেহনতী মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।

মো. শাহজাহান আরও বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারিনি। আজকে আমাদের যে অর্জন, এ অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ অর্জনকে ধরে রাখতে হবে। তাই আজকে কেউ কারও বিরুদ্ধে আবেগপ্রবণ কথা না বলে, কোনো দুঃচিন্তা- কুচিন্তা না করে অতিদ্রুত কিছু সংস্কার সাধন করার পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে যত তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যাবে ততই হবে দেশের জন্য মঙ্গল। তাহলে চক্রান্তকারীরা কোনো সুযোগ পাবে না। আর যদি বিলম্ব হয়, চক্রান্তকারীরা বসে নেই। তারা প্রতিনিয়ত চক্রান্ত করছে এবং সংখ্যালঘুদের ব্যবহার করে অনেক রকম অপকর্ম করার চেষ্টা করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়