এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ৷ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টাচার্য্য, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, বাঁশখালীর রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান। আলোচনা সভা শেষে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ২০ লাখ ৩৮ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :