সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : সরকারি প্রণোদনার আওতায় ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭.১১.২৪) সকালে উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
জানা যায়, ২০২৪-২৫ রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনা বাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নে ৬ হাজার ৭০০জন কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এ ছাড়া ২ হাজার জনকে গম, ৫০জনকে ভূট্টা, ৫০জনকে চীনাবাদাম, ১৩৫০জনকে মসুর, ৩০জনকে মুগ, ১২০০জনকে শীতকালীন পেয়াজ, ১০০জনকে খেসারী বীজ দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম রাশেদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রানী দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা নীপা মজুমদার।
আপনার মতামত লিখুন :