শিরোনাম
◈ আর নয় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত ◈ বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি ◈ আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত, আমরা একসঙ্গে থাকব : আদালতে আমির হোসেন আমু ◈ ক্লাব বিশ্বকাপের আগে দলবদলের সুযোগ দেবে ফিফা ◈ আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে ◈ ট্রাম্পের কট্টর সমালোচক থেকে ভাইস প্রেসিডেন্ট, কে এই জেডি ভ্যান্স? ◈ যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩ ◈ সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন আইনজীবীরা (ভিডিও) ◈ মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিল জনতা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার সকালে নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন জানতে পেয়ে যৌথ বাহিনী রাত ১২টায় তাকে গ্রেফতার করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বুধবার সকালে নিঝুম দ্বীপে ঢুকে তার অতীতের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করার চেষ্টা করেন। নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।’

নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মেহেরাজ উদ্দিন নিঝুম দ্বীপে অবস্থান করছেন, এমন খবর স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। আমরা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল আনোয়ার বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়