শিরোনাম
◈ ট্রাম্পকে ‘হিটলার’ বলা জেডি ভ্যান্স হলেন ভাইস প্রেসিডেন্ট ◈ যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩ ◈ সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন আইনজীবীরা (ভিডিও) ◈ মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ শহীদ আবু সাঈদের দুই ভাই যা চাইলেন প্রধান উপদেষ্টার কাছে  ◈ বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক ◈ আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প ◈ কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেব : চসিক মেয়র শাহাদাত ◈ তিন মাসে অন্তর্বর্তী সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে : ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০১:৪৭ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যা মামলায় আ’লীগ নেতা আওলাদ হোসেন গ্রেফতার

তপু সরকার হারুন : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ৬ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এদিকে একইদিন বেলা তিনটার দিকে র‌্যাব-১৪’র একটি আভিযানিক দল আওলাদুল ইসলামকে গাজীরখামার  ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেফতার করতে গেলে লাকাবাসীর বাধার মুখে পড়ে। একপর্যায়ে আওলাদুলকে স্থানীয় এলাকাবাসী ছিনিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের পেছন দিয়ে পলায়নে সহায়তা করে।

পরে এর দুই ঘন্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে আওলাদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আন্দোলনের হত্যা মামলার আসামিকে র‌্যাব ধরতে গেলে চেয়ারম্যানের ডাক-চিৎকারে তার লোকজন জড়ো হয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই অবস্থায় র‌্যাব ও জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা হওয়ায় জননিরাপত্তা কথা বিবেচনা করে র‌্যাব চলে আসে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিতায় হত্যা মামলার আসামি আওলাদুলকে গ্রেফতার করা হয়েছে। ওইসব মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যার ঘটনায় আওলাদুলসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন মাহবুবের মা মাফুজা খাতুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়