শিরোনাম
◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত ◈ বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি ◈ আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত, আমরা একসঙ্গে থাকব : আদালতে আমির হোসেন আমু ◈ ক্লাব বিশ্বকাপের আগে দলবদলের সুযোগ দেবে ফিফা ◈ আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে ◈ ট্রাম্পের কট্টর সমালোচক থেকে ভাইস প্রেসিডেন্ট, কে এই জেডি ভ্যান্স? ◈ যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩ ◈ সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন আইনজীবীরা (ভিডিও) ◈ মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ শহীদ আবু সাঈদের দুই ভাই যা চাইলেন প্রধান উপদেষ্টার কাছে 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেব : চসিক মেয়র শাহাদাত

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার এবং কিডনি রোগীদের জন্য একটি ডায়ালাইসিস সেন্টার  চালুর ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (৬ নভেম্বর) সকালে নগরের মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় করেন।

মাতৃসদন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তোলা এবং স্বল্পমূল্যে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা ও চিকিৎসা দেয়ার পাশাপাশি বিশেষায়িত হাসপাতালের ঘাটতি মেটাতে কিডনি রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেন্টার স্থাপন, বিশেষায়িত ট্রমা, নিউরোসার্জিক্যাল ও বার্ন হসপিটাল স্থাপন করার পরিকল্পনার কথা জানান তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একসময় চট্টগ্রামে মহিলা ও নবজাতক শিশুদের সেবায় মেমন হাসপাতালের আলাদা সুনাম ছিল। এখানে এসে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে বুঝলাম হাসপাতালে যন্ত্রপাতির ঘাটতি আছে। এই যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে এবং প্রয়োজনীয় লোকবল দিয়ে হাসপাতালকে ঢেলে সাজানো হবে। বন্দরটিলা হাসপাতাল, মোস্তফা হাকিম হাসপাতালসহ চসিকের বেশ কিছু ভালো বড় হাসপাতাল রয়েছে, এগুলো সংস্কার করে স্বাস্থ্য বিভাগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে।

মেয়র বলেন, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে নজরদারি করবো। মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমি রাস্তাঘাট পরিদর্শন করব। পরিচ্ছন্ন বা স্বাস্থ্য বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেব। মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেগুলো যাচাই করব। দেখব ওষুধগুলো কাজ করছে কিনা। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করব। ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডে ফগিং মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি নিয়ে নিয়মিত অভিযান চালানো হবে এবং আমি নিজে উপস্থিত থেকে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করব।

হাসপাতাল পরিদর্শনকালে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রকৌশলী ইকবাল হোসেনসহ চসিকের স্বাস্থ্য বিভাগের চিকিৎসা ও কর্মকর্তা-কর্মচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়